Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কাউখালী বাজার

কাউখালী বাজার উপজেলার সবচেয়ে পুরনো বাজার। সপ্তাহে দুইদিন সোম ও বৃহস্পতিবার হাট বসে। পাহাড়ি-বাঙালি নিরবিশেষে সকল জাতিভেদের মানুষের মিলন মেলা হয় অন্তত সপ্তাহের এই দুইদিন।এই দুইদিন সকল মানুষ তাদের দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র কেনার জন্য আসে।ক্ষুদ্র জনগোষ্ঠী তাদের উৎপাদিত ফসল বিক্রয় করার জন্য এবং তাদের প্রয়োজনীয় সকল জিনিস কেনার জন্য কাউখালী বাজারের আসে।সকল জাতির লোক এখানে মিলে মিশে থাকে।কাউখালী বাজার কাউখালীর মধ্যে শান্তিপূর্ণ একটি বাজার ।তাছাড়া কাউখালী বাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই সন্তুষ জনক।কাউখালী বাজারে উপজাতীয় নান জিনিস পাওয়া যায়।কলা,পেপে এখানে বেশি পাওয়া যায়।কাউখালী বাজার প্রতিবছর জেলা প্রশাসক কর্তৃক ডাক দেওয়া হয়।তাতে অনেক লোক অংশগ্রহণ করেন।জনসম্মতক্রমে বাজার ডাক দেওয়া হয়।তাতে ইউপি চেয়ারম্যান উপস্তিত থাকে।