Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাল ও নদী

 

কলমপতি ইউনিয়নে ৩টি খাল, ১টি ছড়া ও ১টি নদী  রয়েছে।

নিম্নে এসব খাল, ছড়া ও নদীর উৎপত্তি ও সংযোগস্থল বর্ণনা করা হলোঃ

 

1.     কলমপতি খাল: বড়পাড়া  গ্রাম থেকে উৎপত্তি। এটি তারাবনিয়া এলাকায় ভরণছড়ি খালের সাথে মিশেছে।

2.     ভরণছড়ি খাল: কোলাপাড়া ওয়াব্রাই গ্রাম থেকে উৎপত্তি। এটি ইছামতি নদীর সাথে সংযুক্ত হয়েছে।

3.     ডলু খাল: মাঝের পাড়া সংলগ্ন ডেপ্যছড়া থেকে উৎপত্তি। এটি ছোটডলু গ্রাম হয়ে ইছামতি নদীর সংগে মিলিত হয়েছে।

4.     নাইল্যাছড়ি ছড়া: নৌকাপাড়া উৎপত্তি হয়ে নাইল্যাছড়ি বাজার হয়ে ভরণছড়ি খালে মিলিত হয়েছে।

5.    কাউখালী নদী: কলমপতি, ফটিকছড়ি ও ঘাগড়া এই তিন ইউনিয়নের মিলনস্থল দৈর্যাপাড়া এলাকায় উৎপত্তি। এটি কাউখালী বাজার সংলগ্ন ইছামতি নদীর সংগে মিশেছে।