কাউখালী উপজেলাধীন ৪নং কলমপতি ইউনিয়নে কোন রেজিস্টার্ড ডাক্তার নেই।যদি রেজিস্টার্ড ডাক্তার থাকতো তাহলে কলমপতি ইউনিয়নের জনগণের অনেক উপকার হত।তারা ভাল মানের চিকিৎসা সেবা পেত এবং যেকোন রোগের চিকিৎসা তারা কলমপতি পাওয়া যেত।অত্র কলমপতি এলাকা বাসিকে উন্নত চিকিৎসা করানোর জন্য বাইরে যেত হতে না।এলাকার গরিব জনগণের দুঃখের দিন অনেকাংশে কমে আসত।বর্তমানে অত্র কলমপতি ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় জনাব ক্যজাই মারমা অনেক চেষ্টা করছে কয় একজন রেজিস্টার্ড ডাক্তার আনার।এতে জনকল্যাণ মূলক কাজ হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস