Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাদ্য উৎপাদন আপডেট

কাউখালী উপজেলাধীন ৪নং কলমপতি ইউনিয়নের বিভিন্ন জায়গায় পাহাড় ও পাহাড়ী ঢালে ধান উৎপন্ন হলেও এখানকার মূল ফসল হলো- হলুদ, আদা, কলা, আনারস, বরবটি ও অন্যান্য বিভিন্ন জাতের শাক-সবজি।৪নং কলমপতি ইউনিয়নের বেশির ভাগ খাদ্য উৎপাদন জুম চাষ হতে।জুম চাষে কলা,হলুদ আর আদা ভাল জন্মে।স্থানীয়ভাবে ভাল উন্নতমানের শাক-সবজি চাষ করা হয়।যা আমাদের পুষ্ঠির পরিমাণ বৃদ্ধি করে।তাছাড়া ঋতু ভিত্তিক নানা ফলমূল এখানে চাষ করা হয়।তারমধ্যে আম,লিচু,আনারস,কাঠাল,পেয়ারা ও বড়ই চাষ করা হয়।প্রতিবছর উৎপাদিত খাদ্য শষ্যের এক অংশ উপজেলার বাহিরে সরবরাহ করা হয়।যা থেকে আর্থিক সমৃদ্ধি ফিরে আসে।