Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ঐতিহ্যবাহী সাংগ্রাই (জলকেলী) উৎসব
বিস্তারিত

মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই (জলকেলী) উৎসব। এই জলকেলীতে মারমা যুব-যুবতীরা পরস্পরের গায়ে পানি ছুড়ে আনন্দ ভাগাভাগি করে থাকেন। পুরনো বছরের দুঃখ-গ্লানি, অভিশাপ, পাপ মুছে নতুন বছরকে স্বাগত জানিয়ে বর্ষ বরণ করা হয়।এই জল উৎসব রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলায় হয়ে থাকে।এই জল উৎসব মারমা সম্প্রদায়ের একটি বড় উৎসব।এটি মারমা বর্ষপঞ্চিকার বছরের শুরুতে পালন করা হয়।এই দিনে মারমা নর-নারী নতুন পোষাক পরিধান করে এই আনন্দময় জল খেলায় অংশগ্রহণ করে।জল খেলায় সকল সম্প্রদায়ের সকল লোক অংশগ্রহণ করে মারমা সম্প্রদায়কে সম্মান প্রদর্শন করে থাকে।মারমা সম্প্রদায়ের বর্ষবরণ অনুষ্ঠানকে সাংগ্রাই বলা হয়।সাংগ্রাই নানা অনু্ষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়ে থাকে।জল উৎসব মারমা সংস্কৃতি ফোরাম আয়োজন করে থাকে।মাসস সংস্থা এই জল উৎসবের আযোজন করে এবং শৃঙ্খলার মাধ্যমে শেষ করে।