১৯৫২ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠা পাওয়া পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়টি কাউখালী উপজেলার সবচেয়ে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। এর অবস্থান উপজেলা সদরের কাছেই। ঐতিহ্যবাহী কাউখালী বাজার ও ১ নাম্বার ওয়ার্ড এলাকায় এর অবস্থান। প্রায় আটশতাধিক শিক্ষার্থী শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে এই বিদ্যাপীঠ থেকে। উপজেলার একমাত্র এসএসসি পরীক্ষা কেন্দ্রও এটি।পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম করুণাময় চাকমা।উক্ত বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ২৭জন।অফিস কর্মচারী আছে ৫জন।পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ে ভোকেশনাল শাখা রয়েছে।ভোকেশনাল শাখা হতে ছাত্র/ছাত্রী কারিগরী শিক্ষা গ্রহণ করতে পারে।প্রত্যেক বছর উভয়ই শাখা থেকে ১০০জনের বেশী ছাত্র/ছাত্রী এসএসসি পরিক্ষা দিয়ে থাকে।পোয়াপাড়া মডের উচ্চ বিদ্যালয় আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।বর্তমানে উক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়।জাতীয়করণ হওয়ার ফলে ছাত্র/ছাত্রী উপকৃত হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস