Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
৪নং কলমপতি ইউনিয়ন পরিষদ ভবন
বিস্তারিত

৪নং কলমপতি ইউনিয়ন পরিষদ কার্যালয় ভবনটি ১৯৮২ সালে স্থাপিত হয়।এই ভবনটি অত্র ইউনিয়নের পোয়াপাড়া আদর্শগ্রামে অবস্থিত।উক্ত ভবনে ১টি চেয়ারম্যান কক্ষ,সচিব কক্ষ ও ১টি হলরুম আছে।উক্ত ইউনিয়ন পরিষদ ভবনটি পাহাড়ের পাদদেশ অবস্থিত।পাহাড়ের নিরিবিলি পরিবেশে ভবনটি নির্মাণ করা হয়।পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ডানপাশে ভবনটি অবস্থিত।তৎকালীন সময় সচিব জনাব নির্মল চাকমা এর নেতৃত্বে ভবনটি নির্মাণ করা হয়।ইউনিয় পরিষদ ভবনটি বর্তমানে জরাজীর্ণ অবস্থায় পরিনত হয়।ভবনটি যেকোন প্রাকৃতিক দুর্যোগে ভেঙ্গে পড়া অবস্থা।নতুন ইউনিয়ন ভবন নির্মানের চেষ্টা চলছে।খুব শ্রীঘ্রই নতুন ভবন নির্মাণ কাজ আরম্ভ করা হবে আশ্বাস ব্যক্ত করছে চেয়ারম্যান মহোদয়।তাছাড়া এডিসি মহোদয় উক্ত ইউনিয়ন ভবন পরিদর্শন করে এবং নতুন ভবন নির্মাণের আশ্বাস দিয়ে থাকে।৪নং কলমপতি ইউনিয়ন পরিষদ ভবনটি স্থানীয় গ্রাম আদালত হিসেবে ব্যবহৃত হয়।এখানে যাবতীয় সমাজ সেবা মূলক কাজ করে থাকে।উক্ত পরিষদ ভবনটি একতলা বিশিষ্ট ভবন।