কাউখালী নদীর তীরে কাউখালী ঝুলন্ত সেতুটি নির্মাণ করা হয়।উক্ত সেতুটি কাউখালী উপজেলাধীন ৪নং কলমপতি ইউনিয়ন এবং ৩নং ঘাগড়া ইউনিয়নের মধ্যে অবস্থিত।নদীর ঐ পাড়ে ৪নং কলমপতি ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাতীমারা গ্রাম অবস্থিত এবং এই পাড়ে ঘাগড়া ইউনিয়ন অবস্থিত।কাউখালী ঝুলন্ত সেতু কাউখালী উপজেলার একটি দর্শনীয় স্থান।উক্ত সেতুটি কাউখালী উপজেলাধীন ৪নং কলমপতি ইউনিয়ন কর্তৃক বাস্তবায়ন করা হয়।কাউখালী ঝুলন্ত সেতুটি হাতীমারা লোকজনের জন্য একটি যাতায়াতের রাস্তা হিসেবে ব্যবহৃত হয়।উক্ত সেতুটি হাতীমার গ্রামের দুঃখের দীনের নিরাসন করে।অল্প সময়ে তাদের যাতায়াতের সুবিধা হয়।হাতীমারা গ্রামের লোকজন কাউখালী ঝুলন্ত সেতুটি পেয়ে সরকারকে কৃতজ্ঞ জানায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস